বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে শুকবার (৯ ডিসেম্বর) বিকালে পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। দিকে জামিন নামঞ্জুর করে বিএনপির এই দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর আদালত প্রাঙ্গনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আদালতে তোলার পর বিএনপিপন্থি আইনজীবীরা তাদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
-রেডিও শহর ডেস্ক
0 Comments