||
সেলফি তোলার চেষ্টা, রেগে গেলেন শাহরুখ খান | Shah Rukh Khan News

সর্বশেষঃ

6/recent/ticker-posts

Header Ads Widget

সেলফি তোলার চেষ্টা, রেগে গেলেন শাহরুখ খান | Shah Rukh Khan News

শাহরুখ খানের সাথে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা ।  মুম্বাই এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় হঠাৎই উত্তেজিত হয়ে পড়েন ধীর, স্থির, শান্ত স্বভাবের শাহরুখ খান। জোর করে এক ফ্যান তাকে স্পর্শ করার চেষ্টা করলে বিষয়টি নিয়ে উত্তেজিত হয়ে পড়েন তিনি।  

ঘটনার সময় শাহরুখের সঙ্গে তার বোন শেহনাজ লালারুখ খান, ছেলে আরিয়ান এবং আব্রাম খান ছিলেন। হঠাৎই শাহরুখ খানের পাশে চলে  এসে তার হাত টেনে ধরে সেলফি তোলার চেষ্টা করেন। 

 এক ঝটকায় হাত ছাড়িয়ে নেন শাহরুখ, চোখেমুখে ফুটে ওঠে রাগের অভিব্যক্তি। কিন্তু তাড়াতাড়ি বাবার পাশে চলে যান ছেলে আরিয়ান। ঠান্ডা মাথায় গোটা পরিস্থিতি সামলান তিনি। শান্ত করেন শাহরুখ খানকে।

সোশ্যাল মিডিয়ায় ওই ফুটেজ আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। 

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখা গেল শাহরুখ এবং আরিয়ানকে। মাদক কাণ্ড মিটে যাওয়ার পর এই প্রথম একসঙ্গে পাপ্পারাৎজিদের সামনে এলেন তারা। এদিকে শাহরুখ খানের বোন শেহনাজ লালারুখ খানও দীর্ঘদিন পর বাড়ির বাইরে বেরিয়েছিলেন এদিন।  


-রেডিও শহর ডেস্ক 

Post a Comment

0 Comments

Radio Shohor LIVE

Live Segment

Posted by RADIO SHOHOR LIVE on Wednesday, 15 September 2021